মোঃ রায়হান হোসেন
বেনাপোলে পুলিশের হাতে আটক ছিনতাই,প্রতারনাসহ বিভিন্ন মামলার ১১ আসামী। এরা ক্যানসার সহ জটিল রোগে আক্রান্ত অসহায় পাসপোর্টধারীদের জিম্মী করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিত। দুঃখের বিষয় এরা বেশির ভাগ বড়আঁচড়া ও সাদিপুর গ্রামের ছেলে। প্রায় এক যুগ ধরে এ চক্রটি বেনাপোল চেকপোষ্টে প্রভাবশালীদের ছত্র,ছায়ায় অপরাধ করে এলাকার ভাবমূর্তি নষ্ট করে আসছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারনা মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮),আনোয়ারের ছেলে বাবু(২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত(২৮), গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল(৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।