বিশ্বনাথ প্রতিনিধি ফারুক আহমেদ সিলেট
সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে চোরাইকৃত ও নাম্বারবিহীন ৬টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ‘বিশ্বনাথ ও কানাইঘাট’ থানা পুলিশের যৌথ অভিযানে ৫টি চোরাইকৃত অটোরিক্সাগুলো উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসময় অটোরিক্সাগুলো চুরির সাথে জড়িত থাকার সন্দেহে বিশ্বনাথ পৌর শহরের রাজনগর গ্রামের জুনাব আলীর পুত্র ও জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের ভাগনা জুয়েল আহমদকে আটক করেছে পুলিশ। পেশায় সে (জুয়েল) একজন সিএনজি চালিত অটোরিক্সা চালক। আটককৃত জুয়েলের স্বীকারোক্তিতে তাকে সাথে নিয়েই পৌর শহরের পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার ৩ তলা বাড়ি থেকে চোরাইকৃত আরেকটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, কানাইঘাট থানা পুলিশ একটি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারের সন্ধানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে সেটি বিশ্বনাথ থানার জানাইয়া গ্রাম এলাকায় রয়েছে। এরপর কানাইঘাট থানা পুলিশ বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করলে দুই থানা পুলিশের যৌথ অভিযানে জানাইয়া (মশুল্লা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে চোরাইকৃত অটোরিক্সাগুলো উদ্ধার করা হয়। আটককৃত জুয়েল আহমদ পেশায় একজন সিএনজি চালিত অটোরিক্সা চালক। আর তার (জুয়েল) কাছে চোরাইকৃত বিপুল পরিমাণ সিএনজি চালিত অটোরিক্সা রয়েছে। আর সে (জুয়েল) সেগুলো (অটোরিক্সা) চুরি করে এনে বাড়িতে রেখে মেরামত করে বিক্রি করে। এমন তথ্যের ভিত্তিতেই দুই থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। তবে উদ্ধারকৃত ৬টি সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে দুটির প্রকৃত মালিকানা নিয়ে কাগজপত্র যাচাই-বাচাই চলছে।
চোরাইকৃত ৬টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার ও চুরির সাথে জড়িত থাকা সন্দেহ জুয়েল আহমদকে আটক করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়–য়া বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিএনজি চালিত অটোরিক্সা চুরির সাথে জড়িত থাকা পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।