বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগে উপজেলাবাসীর ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বিশ্বনাথ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আনিসুজ্জামান খাঁন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তির একমাত্র ভরসাস্থল। দারিদ্র পীড়িত এক বিরাট অঞ্চলের মানুষ প্রতিদিন স্বাস্থ্য সেবা পেতে এখানে ভীড় জমান। আর সেখানে ডা. দেলোয়ার হোসেন সুমন ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালের স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালে তীব্র ডাক্তার সংকঠ ও ঔষধের অভাবে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তাই বিশ্বনাথবাসীর স্বাস্থ্য সেবা পাওয়ার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রæত ডা. দেলায়ার হোসেন সুমনকে তার নিজ উপজেলাস্থ হাসপাতাল থেকে অপসারণের জোর দাবি তারই উপজেলাবাসীর। আর তা না হলে আগামী মাস থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
লিখিত বক্তব্যে তিনি আরোও বলেন, কয়েক মাস পূর্বে মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা কর্মসূচিতে ডা. দেলোয়ার হোসেন সুমন বিশ্বনাথের প্রায় কয়েক হাজার মহিলার জরায়ু পরীক্ষা হয়েছে বলে যে তথ্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, মনগড়া ও বানোয়াট। তিনি বিভিন্ন উপায়ে মহিলাদের এনআইডি কার্ড সংগ্রহ করে ভুয়া তথ্য, একই মোবাইল নম্বর একাধিক মহিলার নামে দেখিয়ে এবং ভুয়া ঠিকানা ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং জাতীয় পুরস্কারও পেয়েছেন। ডা. দেলোয়ার হোসেন সুমন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখাকে গুরুত্ব দেন এবং হাসপাতালে অনুপস্থিত থাকেন। নিজের ইচ্ছা মতো অফিসে আসেন। জরুরী বিভাগে ডাক্তার পাওয়া যায় না, অন্যান্য কর্মচারীরা জরুরী বিভাগ চালান। অফিস সহকারী আলী আহমদ (ভারপ্রাপ্ত ক্যাশিয়ার) অবৈধ অর্থ সংগ্রহে প্রধান ভ‚মিকা পালন করেন। বেতন থেকে পার্সেন্টেজ, নিয়োগ বাণিজ্য, ঘুষ, ঔষধ ক্রয়ে অনিয়ম, মালামাল বিক্রি, ভুয়া ভাউচার ইত্যাদির মাধ্যমে ডা. দেলোয়ার হোসেন সুমন ও আলী আহমদ বর্তমানে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। প্রতিদিন হাসপাতালে আসা রোগী ও তাদের অভিভাবকদের প্রতি তাদের খারাপ আচরণ, হুমকি-ধামকি যা উপজেলাবাসী অবগত আছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠক বশির আহমদ, ব্যবসায়ী আব্দুস শহিদ, মনির আহমদ, রজু মিয়া, চমক আলী, রাজন খাঁন প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে একই অভিযোগ এনে তার ‘অপসারণ’র দাবীতে গত ১.১০.২৫ইং তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে প্রতিবাদ সভা করেন এলাকাবাসী এবং ৬.১০.২৫ইং তারিখে উপজেলাবাসীর ব্যানারে পৌর শহরের বাসিয়া সেতুর উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর ৯.১০.২৫ইং তারিখে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একই দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে এলাকাবাসীর পক্ষে বিশ্বনাথ উপজেলার বর্তমান জনপ্রতিনিধি, রাজনীতিবিদ স্বাক্ষর করেনছন।