ফারুক আহমেদ বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভোক্তা অধিকার সংস্থা (সিসিএস) এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুন) বিশ্বনাথ পৌরসভা অডিটোরিয়ামে ভোক্তা অধিকার সংস্থা সিলেট জেলার উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুনন্দা রায়।
ভোক্তা অধিকার সংস্থা সিসিএস জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন এর সভাপতিত্বে ও মো. আব্দুন নূর তুষার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য ইনচার্জ মনোয়ার হোসাইন, ইঞ্জিনিয়ার শামীম হোসেইন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সিসিএস সম্পর্কে বক্তব্য রাখেন সাহেদ আহমদ ছামী,
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার সদস্য সিসিএম শিহাব উদ্দিন।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত হাফিজ ইমরান হুসাইন।
সভায় বক্তারা ভোক্তার অধিকার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভোক্তা অধিকার আন্দোলনকে আরও বেগবান করার জন্য যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য মুনায়েম খান, ফখর উদ্দিন, শিহাব উদ্দিন, শাহিন আহমেদ রাজু, মোহাম্মদ রাকিব সোলেমান, আব্দুন নূর তু্ষার, নাহিদ আহমেদ সুয়েব, অমিত পাল, আদিল মাহমুদ, তানভির হাসান সানি, বদরুল হাসান, মাহফুজ, সাইদুল ইসলাম প্রমুখ।