আল রোকন
রিপোর্টার কুমিল্লা
দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দানভীর আরমান চৌধুরী রবিনকে এলাকাবাসী ও বিভিন্ন মহলের সুশীল সমাজ দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানের সেক্রেটারি পদে পেতে চায়।
এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে আলাপকালে তারা জানান রবিন চৌধুরী সেক্রেটারি হলে কবরস্থানের উন্নয়ন হবে এবং কবরস্থানের অর্থ নিরাপদে থাকবে।
দাউদকান্দি বাজারের একজন ব্যবসায়ী জানান এ কবরস্থানের সাবেক সেক্রেটারি মুক্তিযোদ্ধা এ কবরস্থানের ফান্ড থেকে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
তার বিরুদ্ধে লিগাল নোটিশ দেয়া হলেও এ পর্যন্ত ওই টাকা উদ্ধার হয়নি। তাই আমরা চাই একজন ভালো লোকের হাতে এই দায়িত্বটা দেয়া হোক। একজন শিক্ষক জানান এ কবরস্থানের দায়িত্ব যদি কোন ক্ষুধার্ত লোকের হাতে পড়ে সে আগের ক্ষুধার্ত সেক্রেটারির মতই টাকা হাতিয়ে নেবে।
তাই আমরা চাই রবিন চৌধুরীর হাতে এর দায়িত্ব দেয়া হলে কবরস্থানের উন্নয়ন হবে এছাড়া কবরস্থানের উন্নয়নের স্বার্থে রবিন চৌধুরী নিজের পকেট থেকেও টাকা খরচ করার মন মানসিকতা রয়েছে।
কবরস্থানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তার বাবা মরহুম সমাজসেবক আলহাজ্ব লতিফ চৌধুরী। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠ ,কবরস্থান ,এতিমখানা, মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য প্রচুর সময় দিয়েছেন। একজন রাজনীতিবিদ জানান উন্নয়নের স্বার্থে এই মুহূর্তেই রবিন চৌধুরীকে কবরস্থানে সেক্রেটারি পদটি দেয়া হোক।