মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর)
শিক্ষার্থীর ১০০ ভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার গুণগত মান মনোন্নয়নে দিনাজপুরের বিরামপুর উপজেলার একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় কমিটির সভাপতি ও পৌর বিএনপি’র সহ-সভাপতি মাহবুবউ-উল এলাহী চৌধুরী (রবিন) এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আযম এর সার্বিক পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোতবানী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী শাহ্, ইব্রাহিম আলী বাবু, বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য মশিউর রহমান প্রমুখ।
সমাবেশে অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদেরকে শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সন্তানরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকেও নজরদারি করতে হবে। তাঁরা আরও বলেন, সন্তানেরা বাড়ি থেকে বের হয়ে ঠিকভাবে বিদ্যালয়ে যাচ্ছে কিনা বা সময়মত বাড়ি ফিরছে কিনা সেদিকে খোঁজ রাখতে হবে। এছাড়া কিছুদিন পরপর সন্তানদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।