1. towkir.skit@gmail.com : admin :
  2. mdforidhossen68@gmail.com : Md Forid : Md Forid
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

বিনর্ম শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগরআওয়ামী লীগ

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র যুক্তরাষ্ট্র প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৯২ Time View

গত মঙ্গলবার ছাব্বিশে মার্চ সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার তেপান্নতম বার্ষিকী ভিন্ন আঙ্গিকে পালন করা হয় ।পবিত্র রমজানের বরকত সময় আলোচনা সহ দোয়া মাহফিল ইফতার পার্টির আয়োজন করা হয় । বিপুল সমাগমে বোম্বে গ্রীল পূর্ণ হলে সন্ধ্যা সাতটায় সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ করিমুজ্জামানের সঞ্চালনে স্বাধীনতা দিবস উদযাপনের মহতী ইফতার মাহফিল শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা সাব্বির আহমেদ। তিনি রোজার আদর্শ , মোমিন মুসলমানদের কর্তব্য , বাংলাদেশের কল্যান ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার , স্বাধীনতা যুদ্বের বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা , অসুস্থদের জন্য দোয়া , কমুনিটির সৌহার্দ রক্ষায় দোয়া , ফিলিনিস্তান অসহায়দের পাশে দাঁড়ানো ও সকল মুসলিম উম্মার জন্য পরম করুনাময় আল্লাহর সমীপে মর্মস্পশী দোয়া পরিচালনা করেন। এরপর আজানের পর ইফতার এবং নামাজ আদায় করা হয়। পূর্বাহ্নে মুখরোচক ইফতার শরবত সকল রোজাদের মাঝে সৃঙ্খলাভাবে পরিবেশন করা হয় শামসুদ তোহার নেতৃত্বে। তাকে সহযোগিতা করে সালেহ করিমুজ্জামান , মোহাম্মদ নূর ,শাহজাহান কাজী , মাইনুল হক , শাহিদুজ্জান বাবু ,রফিকুল আলম ,বীর মুক্তিযোদ্ধা খসরু , এডভোকেট আব্দুর রশিদ। মাগরিব নামাজ শেষে মোনাজাতে তিরিশ লক্ষ শহীদ ও জাতির জনক এবং তাঁর পরিবারের শহীদদের আত্মারকল্যাণ , বাংলাদেশের সমৃদ্ধি কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে দূর দূরান্তথেকে রোজাদার মানুষ , নুতন প্রজন্ম ফ্যামিলি সহ বহু দেশপ্রেমী উপস্থিত হয় ।তারপর সুস্বাদু ডিনার পরিবেশন করা হয়। এতে সহযোগিতা করে মনিরুল ইসলাম , মোহাম্মদ ইউনুস , সাদ জামান আপেল , শাহেদ , মিলন , রিমন ,সম্পদ , রেজা , নবনী , হাসিব , সেলিম ,রাজ মেহেদী প্রমুখ। স্বহস্তে স্বাধীনতা স্মরণে নৌকা ও জয়বাংলা সম্বলিত আকর্ষণীয় কেক তৈরী করে অনুষ্ঠানে উৎসর্গ করে কলেজ ছাত্রী সামসুদ তোহার মেয়ে। বিপুল আনন্দ উৎসবের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের কেক কাঁটায় অংশ নেয় নুতন প্রজন্ম , হাফেজ সাব্বির ও নেতৃবৃন্দরা। মাতৃভূমির স্বাধীনতা বার্ষিকীতে অংশ নিয়ে অন্যরকম অনুভূতি প্রকাশ করেছে নুতন প্রজর্মের ছোয়া ,ফাতিমা , সারিকা , ফাওজান ,আলীজা , আহজান, ফাহিম প্রমুখ ।শারীরিক অসুস্থতায় উপস্থিত হতে পারেনি মাহবুব রহমান মিলন , শাওন প্রজা , আজিজুর রহমান , , জসীম উদ্দীন , ইলিয়াস ঠাকুর , রুমেল হোসেন | তাদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরিশেষে সভাপতি মোয়াজ্জেম ইকবাল বাংলাদেশের স্বাধীনতা আনতে যুগ যুগ ধরে জীবনপাত কারী বীর শহীদ ও জাতির জনকবঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রবাসে স্বদেশের স্বাধীনতা ও দেশপ্রেমকে বুকের মাঝে জাগিয়ে রাখার উদ্দত্ত আহবান জানান এবং রোজা রেখে দূর দূরান্ত থেকে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। এই চব্বিশ সালের পবিত্র রমজানের পবিত্রতা বজায় রেখে স্মরণ শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান অরল্যান্ডো তথা সেন্ট্রাল ফ্লোরিডা বাসীর নিকট গভীর অনুভূতির মাইলফলক হিসেবে চিহৃত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org