তানভীর ভুইয়া, বিজয়নগর উপজেলা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন, আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুইটি দ্রুতগামী মোটরসাইকেল ঢাকা অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুই বাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় মাধবপুর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে চারজন মোটরসাইকেল আরোহী ও একজন সিএনজি যাত্রী বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কের এই অংশে বেপরোয়া গতির যান চলাচল প্রায় নিয়মিত। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় কোনোরকম গতি নিয়ন্ত্রণ না থাকায় দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে। তারা দ্রুতগতিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যার মধ্যে রয়েছে স্পিডব্রেকার স্থাপন, ট্রাফিক চৌকি বসানো ও ক্যামেরা নজরদারি।