তানভীর ভুইয়া বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে সম্পূর্ণভাবে একটি একক সংসদীয় আসন ঘোষণার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী।
সম্প্রতি নির্বাচন কমিশনের ৩০ জুলাই ২০২৫ তারিখের প্রাথমিক তালিকায় বিজয়নগরের ১০টি ইউনিয়নকে বিভক্ত করে চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (আসন ২৪৪) এবং বাকি ৭টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (আসন ২৪৫) সংসদীয় আসনে রাখার প্রস্তাব করা হয়। এই বিভাজনকে “অত্যন্ত অনাকাঙ্খিত ও হতাশাজনক” আখ্যা দিয়ে আবেদনে বলা হয়েছে, বিজয়নগরের ১০টি ইউনিয়নই তিতাস নদীর পূর্ব তীরে অবস্থিত, যা ভৌগলিকভাবে সংযুক্ত এবং জনগণের ভাষা, সংস্কৃতি ও সামাজিক বন্ধনও অভিন্ন।
এ কারণে উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক সুবিধার্থে বিজয়নগরের সকল ইউনিয়নকে একত্রে রেখে একটি একক সংসদীয় আসন করার দাবি জানানো হয়। এর আগে গত ৩১ জুলাই একটি আবেদন জমা দিলেও এলাকাবাসীর সাথে আলোচনার ভিত্তিতে সংশোধিত এ দাবিটি নতুন করে উপস্থাপন করা হয়েছে।
আবেদনপত্রে বলা হয়, বাঞ্ছারামপুর ও নাসিরনগর উপজেলায় যেমন প্রতিটি উপজেলা একক আসনে রয়েছে, বিজয়নগরকেও একইভাবে একক আসনে রূপান্তর করা উচিত। এতে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ, কার্যকর ও জনবান্ধব হবে বলে দাবিকৃত আবেদনপত্রে উল্লেখ করা হয়।
বিজয়নগরবাসীর পক্ষে আবেদনকারীর নাম: প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী
জাতীয় পরিচয়পত্র নম্বর:২৩৯৮৮২৬০২০