
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার আনোয়ারা,চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা–কর্ণফুলী আসনে আবারও আলোচনায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য সরোয়ার জামান নিজাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সরোয়ার নিজাম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণেই এবার তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা যায়।
মনোনয়ন ঘোষণার পর থেকেই আনোয়ারা ও কর্ণফুলীজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় পর্যায়ে ব্যানার, পোস্টার ও আনন্দ মিছিলে মুখর হয়ে উঠেছে বিভিন্ন এলাকা।
মনোনয়ন পাওয়ার পর সরোয়ার নিজাম বলেন,তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।