মোঃ রায়হান হোসেন
যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা গ্রামের কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানি জমে রাস্তাটি একেবারেই অচল হয়ে যায়। ফলে গ্রামবাসী, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এ গ্রামের মানুষরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন।
গ্রামের একাধিক বাসিন্দা জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও রোগীদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।