সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই বিজ্ঞপ্তিতে বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফারহানা দিল আফরোজ রুমি'র বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফারহানা দিল আফরোজ রুমি কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৪ নভেম্বর ২০২৫ তারিখ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত এ সিদ্ধান্তকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক উদ্যোগ বলে স্বাগত জানিয়েছেন দলের তৃণমূল নেতৃবৃন্দ।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয় এ কামাল হোসেন বলেন, বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট-বাঘা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মজলুম জননেতা আবু সাইদ চাঁদ ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে তিনি আরও বলেন, বিএনপি কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করবো।