সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলার অন্তর্গত বাঘা পৌর শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বাঘা পৌর কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি'র অনুমোদন পত্রে রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু স্বাক্ষর করেন।
এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আলী হোসেন জনি, সদস্য সচিব হিসেবে সোহানুর রহমান সোহাগ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তহিদুল ইসলাম কে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাঘা উপজেলা শাখার আহ্বায়ক সেলিম আরিফ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে নব নির্বাচিত সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষকদের নিয়ে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের মুল লক্ষ্য।
আহবায়ক আলী হোসেন জনি বলেন, কৃষক দলের নতুন কমিটি আগামীতে বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ডের কৃষকদের নিয়ে কাজ করবে। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করব।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা বাঘা পৌর কৃষক দল দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাকব ইনশাআল্লাহ।
পুরাতন মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করার এই সিদ্ধান্ত নেওয়া হয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে। নতুন কমিটি সংগঠনকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে এই কমিটির মাধ্যমে বাঘা পৌর এলাকায় কৃষকদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেন বাঘা উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ।