সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী ঈদমেলার ইজারার ডাক সম্পন্ন হয়েছে। এ বছর সর্বোচ্চ ১২ লক্ষ টাকা ইজারার জন্য ডাক উঠেছে মেলাটির।
রবিবার ( ২৩ মার্চ) সকালে বাঘা মাজার শরীফ চত্বরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৭ দিনের জন্য এ ঐতিহ্যবাহী মেলার ডাক সম্পন্ন হয়।
জানা যায়, উন্মুক্ত ডাকে অংশগ্রহণের জন্য ৬৮ জন বিডি জমা প্রদান করেন। এর মধ্যে সর্বোচ্চ (১২লক্ষ টাকা ) দরদাতা হিসেবে বাঘা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফি কে ৭ দিনের জন্য মেলাটি ইজারা দেওয়া হয়।
মেলা ইজারার সময়কালে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, মাজারের মতোয়াল্লী খন্দকার সুনসুরুল ইসলাম ( রইস), বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ ফ ম আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা শাহ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, ইসলামি একাডেমি প্রধান শিক্ষক আব্দুল হামিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাঘার ঈদ মেলাটি এই অঞ্চলের ৫০০ বছরের ঐতিহ্য বহন করে। প্রতিবছর ঈদ-উল-ফিতর উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা দোকান নিয়ে আসেন।