
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে রাজশাহীর বাঘার মাদক ব্যবসায়ী কাওছার আলী ঢাকা মেট্রো এলাকা থেকে গ্রেফতার হয়েছে। তিনি দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।
বুধবার (২২ অক্টোবর) কাওছার আলী কে ঢাকা মেট্রো এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বাঘা থানার একটি অভিযানিক দল। কাওছার আলী বাঘা উপজেলার আড়ানী নূর নগর এলাকার বাক্কার আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান , বুধবার ২২/১০/২৫ তারিখ বাঘা থানার একটি টীম ঢাকা মেট্রো এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ কাওছার আলী, পিতা-মোঃ বাক্কার আলী, সাং-নূর নগর আড়ানী, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে। এবং ২৩/১০/২৫ তারিখে বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।