সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় ৩৬ জুলাই আন্দোলনে আহত ও শহীদদের সমবেদনা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে বাঘা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বাঘা উপজেলা বিএনপির কার্যালয়ে (বাঘা বাজার) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খাঁন মানিক। সভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সাবেক আহবায়ক ও বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদুর রহমান।
এ সময় বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম আরিফ, সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, বাঘা উপজেলা সংগ্রামী দলের সাবেক সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রচার সম্পাদক সুরুজ্জামান প্রমুখসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান খাঁন মানিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।
এছাড়াও তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে। ২৪' জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে তাঁদের আদর্শে উজ্জীবিত হতে হবে।
পরিশেষে সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।