সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় হাফিজুল নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ জুন) বাঘা উপজেলা সদরের আমচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
একই দিন জিআর ওয়ারেন্ট মুলে পলাতক আসামী মোঃ শামীম হোসেন কে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
ফেন্সিডিলসহ আটককৃত হাফিজুল (৩৮) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। এবং ওয়ারেন্ট মুলে গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ শামীম হোসেন একই ইউনিয়নের কিশোরপুর গ্রামের আফসার আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান এর দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে বাঘা উপজেলা সদরের আমচত্বর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল (৩৮) কে ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে থানায় নিয়ে আসে। এবং থানার W/A তামিল পার্টি জিআর ওয়ারেন্ট মুলে পলাতক আসামী মোঃ শামীম হোসেন কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটককৃত আসামি হাফিজুলের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।