সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৮) কে আটক করেছে বাঘা থানা পুলিশ। গত শনিবার (১৪ জুন) উপজেলার তেতুলিয়া এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত, সাইফুল ইসলাম (৪৮) বাঘা উপজেলার তেতুলিয়া (মাউথপাড়া) এলাকার মৃত হযতর আলী এর ছেলে।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান আসাদ এর দিকনির্দেশনায় বাঘা থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৮) কে আটক করা হয় । এ সময় তার হেফাজত হতে বিক্রয়ের উদ্দেশ্য রাখা ১০০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ১৫ /৬/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।