সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি কালে দুই নারী চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) হাসপাতালে চুরি কালে স্থানীয় জণগণ ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে এবং পরে থানা পুলিশ কাছে হস্তান্তর করে বলে জানা যায়।
আটককৃতরা হলো, নাটোর জেলার সিংড়া উপজেলার কালিনগর চকপাড়া গ্রামের মোঃ আবু হোসেনের স্ত্রী ডলি গোমেজ (৪৫) ও একই উপজেলার বন্দর পটুয়াপাড়া গ্রামের মোঃ হোসেন আলীর মেয়ে মোসাঃ শাহিনুর খাতুন (১৯)।
এদিকে ওয়ারেন্ট তামিল অভিযান কালে ধৃত সিআর সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ নাসির উদ্দিন, পিতা- মৃত শায়ন থান্দার, সাং- হাবাসপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চুরি কালে আটক অভিযুক্ত দ্বয়ের বিরুদ্ধে নিয়মিত চুরি মামলা রুজু করা হয়েছে। অদ্য ইং-২৭/০৬/২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।