সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা প্রতিফলিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এটি দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ।
বুধবার (২০আগষ্ট) বিকেলে বাঘা শাহ্ দৌলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘা উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তহিদুল ইসলাম পলান, সদস্য সচিব শিমুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। আমরা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নই, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই প্রমাণ। রোপিত গাছগুলো ভবিষ্যতে ফল ও ঔষধি গুণ দিয়ে এলাকাবাসীকে উপকৃত করবে এবং পরিবেশ সচেতনতায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।”
নেতৃবৃন্দ আরও জানান, ভবিষ্যতেও বাঘা উপজেলার পরিবেশ রক্ষায় এ ধরনের আরও কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
এদিকে স্থানীয় জনগণ স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এই ধরনের কর্মসূচি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে সহায়ক হবে।