সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় আম বাগান থেকে সাদেক আলী (৫০) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত্রি আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামের একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করে বাঘা থানা পুলিশ।
মৃত্যু সাদেক আলী আরিফপুর গ্রামের নুর হালদারের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। আটকৃতরা হলেন, আরিফপুর গ্রামের কামাল মন্ডলের ছেলে মেহেদী হাসান (১৯),কামাল মন্ডলের স্ত্রী চায়না বেগম (৪০) ও মনিরুল ইসলামের স্ত্রী সফেদা বেগম।
এদিকে এই হত্যাকান্ড কামাল মন্ডল ঘটিয়েছে বলে অভিযোগ মৃত সাদেক আলীর স্ত্রী ও মেয়ের।
সূত্রে জানা যায়, সাদেক ও কামাল সৎ ভাই। তারা একই মায়ের সন্তান তবে পিতা আলাদা। কামাল এলাকায় কামাল ডাকাত নামে বেশি পরিচিত। এছাড়াও মাদক সেবন ও ব্যবসার সাথে যুক্ত সে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি সহ বেশ কিছু মামলা রয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাদেক আলীর মরদেহটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আমরা ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তথ্য উপাত্তের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।