সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় দলীয় নেতাকর্মীদের নিয়ে খানাখন্দে ভরা রাস্তার সংস্কার করলেন বাউসা ইউনিয়ন আমির আয়নাল হক। এ সময় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে বাউসা বাজারের রাস্তার সংস্কার করা হয়। সোমবার (৪ জুলাই) সকালে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয় বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাউসা বাজারের এই রাস্তাটি একটি ব্যস্ত সড়ক, যেটাতে প্রতিদিন অসংখ্য মানুষ এবং যানবাহনের চলাচল ঘটে। বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটির দুই পাশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে পানি জমে থাকতো, ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ইতোমধ্যে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বারংবার দাবী জানিও কাজ হয়নি।
এদিকে এলাকাবাসীদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে জামায়াতে ইসলামী বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন শাখার পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়।
জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আয়নাল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনৈতিক দল। এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে।