সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় সতেরো বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২ টা ১০ মিনিটের দিকে বাঘা উপজেলার চক নারায়ণপুর পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতারকৃত মোঃ মনিরুল ইসলাম @ লিটন (৪২) বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি গত ১৭ বছর পূর্বে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বাঘা থানার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন চক নারায়ণপুর পালপাড়া নামক এলাকায় ০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে আছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর গোয়েন্দা দল উক্ত সাজাপ্রাপ্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে সাজাপ্রাপ্ত আসামীর বিষয়টি নিশ্চিত হয় এবং একটি আভিযানিক দল ২২ জুলাই দুপুর ২টা ১০ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ।