সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
রবিবার ( ৬ জুলাই) এক সংক্ষিপ্ত সফরে রাজশাহীর বাঘায় আসেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। এসময় উপজেলা জামায়াত নেতৃবৃন্দ শাইখ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এবং উভয়পক্ষ কুশল বিনিময়ের পর জামায়াত নেতৃবৃন্দ শাইখ মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ জিন্নাত আলী, উপজেলা জামায়াত আমির মোঃ আব্দুল্লাহ আল মামুন নহু, সাবেক উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল লতিফ, বাঘা পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক মোঃ সাবদার হোসেন, বাজু বাঘা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ ওয়াজেদ আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ সবুজ মাহমুদ সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।