সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
ভারী বর্ষণের ফলে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের রিয়াজুল জান্নাত মাদ্রাসা প্রাঙ্গণটি ছিলো জলাবদ্ধ অবস্থায়। এতে করে প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে স্কুলে যেতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের। শিক্ষক-শিক্ষার্থীদের এই দুর্ভোগের বিষয়টি জানতে পেরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর নির্দেশনা দেয় জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার কে। তড়িঘড়ি ঘটনার স্থান পরিদর্শন করে পানি নিষ্কাশন করে রাস্তাটি সংস্কার করে দেন শামিম সরকার। এতে উচ্ছ্বসিত ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের রিয়াজুল জান্নাত মাদ্রাসার মাঠ ও প্রধান প্রবেশপথ বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় তা মাড়িয়ে স্কুলে যেতে হতো শিক্ষক-শিক্ষার্থীদের । এতে অনেকেই মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছিল। নিরাপদ ও সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের বদলে শিক্ষার্থীদের পড়তে হতো ভয় ও অনিশ্চয়তার মধ্যে। অত্র মাদ্রাসার প্রধান সাজেদুল ইসলাম বিষয়টি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর কাছে সহায়তার জন্য জানান। এতে করে বিষয়টি নজরে আসে আবু সাইদ চাঁদ এর। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার কে মাদ্রাসার পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
রবিবার ( ৫ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করে পরের দিনই সকালে পানি বের হওয়ার ব্যবস্থা করেন ছাত্রদল নেতা শামিম সরকার। এতে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হবে।
অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলে, আমাদের মাদ্রাসা মাঠে হাঁটুসমান পানি থাকত। স্কুলে আসা-যাওয়ার সময় আমরা পানিতে পিছলে পড়ে যেতাম। বইখাতা সব নষ্ট হয়ে যেত। অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। এখন জলাবদ্ধতা নিরসন হওয়ায় আমরা খুশি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, শামিম সরকার মাদ্রাসাটির বদ্ধ পানি বের করার ব্যবস্থা করেছেন। এতে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে আসার সময় পানিতে নামতে হবে না। শিক্ষার্থীরা তাদের খেলার মাঠ ফিরে পাবে । এতে তারা ভীষণ উচ্ছ্বসিত। তাদের আনন্দ দেখে অভিভাবকদেরও ভালো লাগবে ।
ওই প্রধান সাজেদুল হুজুর জানান, আমাদের মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ এর কথা শুনে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর নির্দেশনায় রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার মাদ্রাসা প্রাঙ্গণ এর পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। বর্তমানে শিক্ষার্থীরা পানিবন্দি থেকে মুক্ত এবং খুশি। এই জন্য আবু সাইদ চাঁদ ও শামিম সরকার সহ বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।
এ বিষয়ে এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার বলেন, অতিরিক্ত বৃষ্টির পানির কারণে মাদ্রাসাটির অধিকাংশ জায়গা ডুবে ছিলো। শিক্ষক-শিক্ষার্থীরা ঠিক মতো মাদ্রাসায় আসতে পারছিল না। পরবর্তী সময়ে মাদ্রাসার প্রধান সাজেদুল হুজুর এর পক্ষ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মজলুম জননেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু সাইদ চাঁদ ভাইকে জানান। আমি আবু সাইদ চাঁদ ভাই এর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে মাদ্রাসাটির জলাবদ্ধতা দূর করে রাস্তাটি সংস্কার করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।