সাজ্জাদ হোসেন সুইট(রাজশাহী) প্রতিনিধি
"দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই"।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে রাজশাহী বাঘা উপজেলা ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আইন বিষয়ক কুইজ প্রশ্নোত্তরে আইন কে জানি ও পুরস্কার বিতারন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮ টায় সেলপ কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় উক্ত কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম , এলাকা ব্যবস্থাপক (দাবি)মোঃ মহিউল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি), মোঃ আনিসুর রহমান, শাখা হিসাব কর্মকর্তা মোঃ আকাম উদ্দিন এবিএম(দাবি) ।
এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুল ইসলাম (সিও- সেলপ)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জারমিন আক্তার, হাফিজা খাতিন, রুমা খাতুন,ইতিয়ারা খাতুন, মাহফুজা পারভিন, তানজিলা মৌমিতা মৌ, নমিতা রানী সহ এলাকা অফিসের সকল কর্মসূচির সহকর্মী বৃন্দ।
স্বাগত বক্তব্যে অফিসার( সেলপ) মোঃ মোমিনুল ইসলাম বলেন, বাঘায় ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রর মাধ্যমে জানুয়ারি ২০২৫ হতে এপ্রিল ২০২৫ পযন্ত গত চার মাসে ৯৪ জন ভুক্তভোগী অভিযোগ নিবন্ধন করে সরাসরি আইনি সহায়তা, ৬ জন ভুক্তভোগী আইনি পরামর্শ এবং ২ জন ভুক্তভোগী প্রাথমিক আর্থিক চিকিৎসা সহায়তা গ্রহন করেছেন। তিনি আরও বলেন ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে মাত্র ১০ টাকা নিবন্ধন ফি পরিশোধের মাধ্যমে অভিযোগ দায়ের করে চুড়ান্ত নিষ্পত্তি পযন্ত সেবা গ্রহন করা যায়। এছাড়া বিনামূল্যে যেকোন আইনি পরামর্শ পাওয়া যায়। সরকারি ছুটি ব্যতীত প্রতি রবিবার সকাল ৮.৩০ মিনিট হতে বিকাল ৫.৩০ মিনিট পযন্ত অভিযোগ গ্রহন করা হয় এবং প্রয়োজনে ০১৭০০৭৯৬৫২৫ নম্বরে যোগাযোগ করে আইনি সেবা গ্রহন করা যায়। এ ব্যপারে বাঘা উপজেলার সর্বস্তরের সচেতন মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ী আফরোজা খাতুন, মোঃ আনিসুর রহমান, মোঃ সুজন আলী,মোসাঃ আমেনা খাতুন ও মোঃ সাইদুল ইসলাম এর হাতে বিজয়ীর পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী