সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাঘা উপজেলা ইউনিট।
এসময় বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের পাশাপাশি ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করে আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আকমল হোসেন, সহকারী শিক্ষক, কর্মচারী, বিদ্যালয়ের কমিটির দাতা সদস্য মোঃ আসলাম হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা শাখার টিম লিডার মো রাজু আহমেদ ও টিমের অন্যান্য সদস্যবৃন্দরা সহ অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
এ বিষয়ে রাজু আহমেদ বলেন, বাঘা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘা উপজেলা টিমের পক্ষ থেকে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ টি মেহগনি, জাম, পেয়ারা, লেবু সহ বিভিন্ন ভেষজ ঔষধি গুণাবলী সম্পূর্ণ গাছের চারা ছাত্র-ছাত্রীদের ছাত্রীর মাঝে বিতরণ করা হয়৷ আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।