রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল ১টি, ম্যাগজিন ১টি, গুলি ২ রাউন্ড উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আজিবুল (৩৫) কে আটক করেছে র্যাব-৫। সোমবার(২৬ ফেব্রুয়ারি )রাত সাড়ে নয়টার দিকে বাঘা উপজেলার হেলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী আজিবুল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া)এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানায়, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর গ্রামস্থ জনৈক মোঃ মনিরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে বর্ণিত ঘটনাস্থল মনিরুল ইসলামের বাড়ীর সামনে হেলালপুর টুু মহদীপুর গামী পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।
জিজ্ঞাসাবাদের জানায় যে,তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে উক্ত অবৈধ অস্ত্র,ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার দায়ের করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি )বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী