সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহীর বাঘায় পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা যুবদল।
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে আড়ানী পৌর যুবদলের সহোযোগিতায় আড়ানী বাজারে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে আড়ানী পৌর বিএনপির কার্যালয় ইফতার এর পূর্ব মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন উপস্থিত নেতা-কর্মীরা।
এ সময় রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক মিলন প্রাং, ফারুক রায়হান, সদস্য আসাদুজ্জামান রাজা, জয়নাল আবেদিন, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, যুগ্ম আহবায়ক ফায়সাল তানভীর তুর্য্য, জাহাঙ্গীর আলম, সোহাগ হোসেন, ইফতেখার আহমেদ জিমু, জাহাঙ্গীর হোসেন জেমস, মাসুদ পারভেজ, মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্বাবধানে পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, অন্যান্য সময়ের মতো পবিত্র রমজান মাসেও অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অতীতের ন্যায় মানবিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও যুবদলের মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।