সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় দুইটি বিদেশি পিস্তল সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১ লা সেপ্টেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চক – ছাতারি এলাকার মো: রাকিব খানের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪ টা ম্যাগাজিন ও ৮ রাউন্ড সহ তাকে আটক করে পুলিশ।
আটককৃত যুবক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার ডিগ্রীর চর গ্রামের মামুন মন্ডলের ছেলে নয়ন খান (১৭) বলে জানা যায়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলাধীন বাঘা পৌরসভার চকা-ছাতারি গ্রামের রাকিব খান(৩৮), পিতাঃ মৃত-সোলেমান খান এর বাসার সন্মুখে বাঘা বাজার টু আলাইপুরগামী পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে আটককৃত মোঃ নয়ন খান(১৭) কে আটক করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভেতরে আটা, রসুন ও সরিষার তেলের বোতলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভেতরে ফ্রিজআপ করা মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ০২(দুই)টি বিদেশি পিস্তল,০৪(চার)টি ম্যাগাজিন এবং দুটি ম্যাগজিনে থাকা ০৪ রাউন্ড করে মোট ০৮(আট) রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, এ ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।