সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় দুইজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সহ ছয় জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হলো, বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত আছেন আলীর ছেলে মোঃ আঃ রহিম ও মোঃ মাজদারের ছেলে মোঃ মাসুদ রানা। এবং গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত অন্য আসামীরা হলো, আড়ানী পৌরসভার গোচর গ্রামের নওশাদ সরদারের ছেলে রোমান সরদার (৩২), পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের এখলাছ মন্ডলের ছেলে মোঃ জয় আহাম্মেদ লিখন, মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী মোসাঃ শিরিনা খাতুন ও মোঃ শামসুল হুদার ছেলে মোঃ হাফিজুর রহমান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০২ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও ৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামীদের নিয়ম মোতাবেক ০৪/০৭/২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।