সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় থানা পুলিশের অভিযানে দুইজন কে গ্রেফতার করা হয়েছে। রবিবার ( ৬ জুলাই) উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ মনসুর আলী(৫০) ও বাঘা পৌরসভার বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মো: ইনসান আলীর ছেলে মো: আজিজুল (৪২)।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এর দিকনির্দেশনা মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ০৬/০৭/২৫ তারিখ বাঘা থানার মাদক উদ্ধার টীম গোপন সংবাদের ভিত্তিতে গড়গড়ি ইউনিয়ন এলাকায় অভিযান করে মাদক ব্যবসায়ী মোঃ মনসুর আলী(৫০), পিতা- মৃত- ইযাকুব আলী, সাং- সুলতানপুর, থানা- বাঘা, রাজশাহীকে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে এবং ওয়ারেন্ট তামিল পার্টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: আজিজুল (৪২), পিতা- মো: ইনসান, সাং- বাজুবাঘা, নতুনপাড়া, থানা-বাঘা, জেলা- রাজশাহীকে চেকের মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, মাদকসহ আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং ০৭/০৭/২৫ তারিখ বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।