সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন পালাতক আসামীদের গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত রবিবার (৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জিআর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: এনামুল হক ওরফে এনা। তিনি আড়ানী চকরপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে। অপর জন সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মো: রাকিব। তিনি একই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, জিআর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী একজন ও সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী একজন কে গ্রেফতার করা হয়েছে। আসামী দ্বয়কে ৯ জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।