সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার হয়েছে। রবিবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আছাদুজ্জামান এর দিকনির্দেশনা রবিবার ২২ জুন উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামী দের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কাঃবিঃ ১৫১ ধারায় আটক মোঃ জাহিদ হাসান, পিতা- জানবার আলী, সাং- মনিগ্রাম, ০৪ বছরের সাজাপ্রাপ্ত জিআর (সাজা) ও জিআর (নরমাল) দুটি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলমগীর হোসেন @ আরিফুল ইসলাম @ আরিফ, পিতা- মোঃ মুজদার সাং- ভানুকর, এলাকার চিহ্নিত চোর ও জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সোহেল রানা(২৮) পিতা মো দিলশাদ আলী সাং- চক ছাতারী, এলাকার চিহ্নিত চোর ও জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সোহাগ কুমার সাহা(২৪), পিতা- মৃত- ভরত কুমার শাহা, সাং- চক নারায়ণপুর এবং গাঁজাসহ আটক জুয়েল রানা(২৫), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং- বাউসা, সর্বথানা- বাঘা, জেলা- রাজশাহী।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বলেন, রবিবার ২২ জুন রাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের সোমবার ২৩/০৬/২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।