সাজ্জাদ হোসেন সুইট বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আব্দুল গণি কলেজের গভর্নিংবডির বিরুদ্ধে হওয়া জালিয়াতি মামলায় অধ্যক্ষসহ তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। ১০ জুলাই বৃহস্পতিবার এই মামলায় জামিন নিতে গেলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত।
সূত্রে জানা যায়, গত ৮ মে জাহিদুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় আব্দুল গণি কলেজের গভর্নিংবডির সভাপতি শাহিনুর রহমান (বিপ্লব), ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেনকে অভিযুক্ত করে জালিয়াতির মামলা দায়ের করেন। এই মামলায় বৃহস্পতিবার জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাঘা থানাধীন সরেরহাট গ্রামে অবস্থিত আব্দুল গণি কলেজ, বাঘা-রাজশাহীতে নিয়ম বহির্ভূতভাবে “গভর্নিং বডি” তৈরি করে আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৫২) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব (পদাধিকার বলে), পিতা-মৃত জোছের প্রামানিক, সাং-উত্তর লালপুর, থানা-লালপুর, জেলা-নাটোর, ২। মোঃ শাহিনুর রহমান@বিপ্লব (৪৫) সভাপতি , পিতা-মৃত আব্দুল গনি মন্ডল, সাং-খায়েরহাট, থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৩। মোঃ আলমাস হোসেন (৪৬), শিক্ষক প্রতিনিধি, পিতা-মোঃ আবু বক্কর, সাং-মমিনপুর, থানা-লালপুর, জেলা-নাটোর, বর্তমান ঠিকানা- আব্দুল গণি কলেজ,বাঘা-রাজশাহী সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।উক্ত “গভর্নিং বডি”গত ১৬/03/2025ইং তারিখ “দৈনিক মানবজমিন” পত্রিকায় নিয়োগ বানিজ্যের আশায় সকলের অজান্তে ‘ল্যাব সহকার পদে ৪ জন সহ কতিপয় পদে মোট ১০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উক্ত নিয়োগ পরীক্ষার আবেদনের জন্য গত ৩০/০৩/২০২৫ তারিখ সময় বেঁধে দেওয়া ছিল। আমি একজন বেকার মানুষ। আমি অত্র;প্রতিষ্ঠানে ‘ল্যাব সহকারী’ পদে চাকরির আবেদনের প্রতীক্ষায় ছিলাম। গত ০৪/০৫/২০ ২৫ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার
সরেরহাট বাজারে গিয়ে লোকমুখে জানতে পারি অত্র প্রতিষ্ঠানের বর্ণিত যোগসাজসী “গভর্নিং বডি” নিয়োগ বাণিজ্যের আশায় নিজের লোকজনকে চাকুরি প্রদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়াছে। আমি বিষয়টি সম্পর্কে অবগত হইলে চরমভাবে হতাশাগ্রস্থ হই। আমি খোঁজ খবর লইতে একই তারিখে অনুমান ১১:০০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষে গিয়া নিয়োগ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম আমাকে বলে “দৈনিক মানবজমিন” পত্রিকাতে ১৬/০৩/ ২০২৫ ইং তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অতপর আমি গত ১৬/০৩/২০২৫ইং তারিখের “দৈনিক মানবজমিন পত্রিকা সংগ্রহ করিয়া দেখতে পাই যে, উক্ত তারিখের উক্ত পত্রিকার অত্র কলেজের কোন নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করা হয় নাই। বর্ণিত আসামীগণ পরস্পর যোগসাজসী নিয়োগ বানিজ্যের আশায় প্রতারণা করিবার উদ্দেশ্যে গত ১৬/০৩/২০২৫ ইং তারিখে “দৈনিক মানবজমিন” পত্রিকা টেম্পারিং করিয়া জাল পত্রিকা তৈরী করিয়া তাহা ঘাটি হিসাবে ব্যবহার করিয়া, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়াছে। আসামীগণ অবৈধ লাভের আশায় পরস্পর যোগসাযোসে পূর্ব পরিকল্পনা অনুসারে অসাধুভাবে ছলনা করে ইচ্ছাকৃতভাবে প্রতরণার উদ্দেশ্যে গত ১৬/০৩/ ২০২৫ইং তারিখের “দৈনিক মানবজমিন” পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামে অত্র পত্রিকার অংশ বিশেষ প্রনয়ন করিয়াছে। উক্ত “দৈনিক মানবজনিন” পত্রিকায় গত ১৬/০৩/ ২০২৫ ইং তারিখের অংশ বিশেষ প্রনয়ন করিয়া ঘাঁটি হিসেবে ব্যবহার করিয়াছে। উক্ত নিয়োগ
বানিজ্যের বিষয়ে আমি গত ০৪/০৫/২০২৫ ইং তারিখে আনুমানিক সকাল ১১:০০ ঘটিকার সময় কলেজে ১নং আসামী জাহাঙ্গীর আলমকে তার অফিস কক্ষে জিজ্ঞাসা করিলে তিনি প্রথমে উক্ত নিয়োগ বিষয়ে কোন কথা বলতে চান নাই। পরে লোক সমাগম হলে তিনি প্রকাশ করেন যে, গত ১৬/০৩/২০২৫ইং তারিখে “দৈনিক মানবজমিন” পত্রিকায় সঠিকভাবে নিয়ম মেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে যারা নিয়োগ আবেদন করেনি তারা চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সংশ্লিষ্ট নিয়োগ বানিজ্যের বিষয়ে আমি সহ অত্র এলাকার অসংখ্য চাকুরী প্রত্যাশির স্বপ্ন ভঙ্গ হইয়াছে। উপরোক্ত আসামীগণ ১৬/০৩/ ২০২৫ তারিখে প্রচারিত “দৈনিক মানবজমিন” নামীয় জাতীয় পত্রিকায় আব্দুল গণি ডিগ্রী কলেজের নিয়োগ সংক্রান্তে কোন বিজ্ঞপ্তি প্রকাশ না করিয়া উক্ত প্রত্রিকার ২৩ নং পাতায় থাকা নিলাম বিজ্ঞপ্তির স্থলে কলেজের নামে নিয়োগ বিজ্ঞপ্তি টেম্পারিং করিয়া জাল পত্রিকাংশ প্রস্তুত করিয়া উক্ত জাল পত্রিকাংশ কলেজের নিয়োগ প্রক্রিয়ায় খাঁটি হিসাবে ব্যবহার করিয়াছেন। জাগ বিজ্ঞপ্তির মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়া তাহা
হিসাবে ব্যবহার করিয়া প্রতারনা মূলকভাবে ৮টি পদে নিজেদের লোক নিয়োগের চেষ্টা করিতেছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। শুনেছি আসামিরা জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।’