সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় জামায়াতের মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউসা ইউনিয়ন পরিষদের টিসিবি, ভিজিবি কার্ড বাণিজ্য, তথ্য কেন্দ্রে চাঁদাবাজি সহ সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন শাখার নেতাকর্মীরা। মানববন্ধন কর্মসূচির শেষের দিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল বের করে বাউসা ইউনিয়ন বিএনপির একাংশের নেতা কর্মীরা। এতে করে দুই দলের নেতকর্মীদের মধ্যে চরম উত্তেজনা পূর্ণ অবস্থার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জামায়াত – শিবিরের ৪ থেকে ৫ জন নেতাকর্মী আহত হয়।
এ বিষয়ে বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবার রহমান বলেন,বাউসা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত লোকজন কার্ড বানিজ্যসহ বিভিন্ন দূর্নীতি করে। এই সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করি । কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করিনি। আমরা ইউনিয়ন পরিষদের দুর্নীতি, ভিজিবি কার্ড বানিজ্যর বিষয় নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করি কিন্তু কর্মসুচির শেষ দিকে বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের প্রশ্ন আমরা কি শান্তিপুর্ণ কর্মসুচি পালন করতে পারি না? আমাদের কি সেই অধিকার নেই?
এবিষয়ে জানতে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিমকে একাধিক বার মুঠোফোনে কল দিলেও তিনি ফোনটি ধরেননি। সেহেতু তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রতিবেদনটি লিখা পর্যন্ত এ ঘটনায় বাঘা থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা যায়।