সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহী বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার দুই জন আসামীসহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইস্তা মন্ডলের ছেলে নাঈম ( ৩০), কলিগ্রাম ( মধ্যপাড়া) গ্রামের মৃত শফিকুল ইসলাম এর ছেলে ফারদিন আহম্মেদ সমেন (২৮) ও আড়ানী চক সিংগা গ্রামের মকবুল এর ছেলে জুয়েল আলী (৪৪)।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বাঘা থানা পুলিশের অভিযান পার্টি বাঘা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত বাঘা থানা এলাকার বিখ্যাত পেশাদার চোর একাধিক মামলার আসামি মো: নাঈম (৩০) ও মো: ফারদিন আহম্মেদ সমেন (২৪) এবং মুলতবি ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল আলী (৪৪) গণকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, দুই জন চুরি মামলার আসামি ও একজন মুলতবি ওয়ারেন্ট ভুক্ত আসামি কে গত কাল (২৪ জুলাই) গ্রেফতার করা হয় এবং ২৫ জুলাই তাদেরকে নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।