সাজ্জাদ হোসেন সুইট রাজশাহী
বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ী ও একজন চোর কে আটক করেছে। শুক্রবার ( ২৮ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানা যায়।
পুলিশের পৃথক পৃথক এই অভিযানে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ০৫ বোতল ফেন্সিডিল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১টি চুরির ঘটনায় চুরি যাওয়া ২০০০ টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জ জব্দ করেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আছাদুজ্জামান এর দিকনির্দেশনায় প্রতিদিনই অপরাধ বিরোধী অভিযানে মাঠে থাকে বাঘা থানা পুলিশ। এরি ধারাবাহিকতায় ২৮ জুন শুক্রবার দিবাগত রাতে বাঘা থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান টীম বাঘা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গড়গড়ি ইউপি এলাকা থেকে ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং @মোকা (৩৪), পিতা- মৃত উজির প্রাং, গ্রাম- খানপুরকে ০৫ বোতল ফেন্সিডিল, আড়ানি ইউপি এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা (৩২), পিতা- মোঃ খোরশেদ, গ্রাম- আড়ানী পিয়াদাপাড়াকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, বাঘা পৌরসভা এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রাম- কলিগ্রামকে ৫০০ গ্রাম গাঁজা ও বাউসা ইউপি এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মো: নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, গ্রাম- দীঘা দাবিয়াতলা ০১ কেজি গাঁজা সহ এবং বাজুবাঘা ইউপি এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা- কানু, সাং- তেপুকুরিয়াকে চুরি যাওয়া ২০০০ টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জ সহ আটক আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, মাদক সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং সকল আটককৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।