সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় থানা পুলিশের অভিযানে মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ জন ও নিয়মিত মামলার অভিযুক্ত ১ জন আসামি কে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হলেন, কলিগ্রাম এলাকার ইয়াদ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম, গাঁওপাড়া এলাকার রমজিত আলীর ছেলে মোঃ আব্দুর রহিম ও মোঃ শাহাবুদ্দিন এর ছেলে গোলাম মোস্তফা এবং নিয়মিত মামলার অভিযুক্ত গ্রেফতারকৃত আসামি খাগড়বাড়ীয়া এলাকার মৃত জেকের হোসেনের ছেলে আজিজুল হোসেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এর দিকনির্দেশনায় নিয়মিত অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহিম ও মোঃ গোলাম মোস্তফা এবং নিয়মিত মামলার অভিযুক্ত মোঃ আজিজুল হোসেন গণকে গ্রেফতার করে থানায় আনা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের ০৪/০৯/২৫ ইং তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।