সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে গণঅধিকার পরিষদ এর রাজশাহী জেলা শাখা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় পলাশী ফতেপুর মদিনাতুল উলুম সুখ চাঁদ জাহান মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং হাজী ইমান আলী সরকার দারুল কোরআন মাদ্রাসায় এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় ২০০ জন অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন গনঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
এ সময় গনঅধিকার পরিষদ রাজশাহী জেলার সাবেক যুগ্ম আহবায়ক এস এম রায়হানুল হক, রাজশাহী জেলা যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম,রাজশাহী জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বিশাল আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।