সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় ৫ জন মাদক ব্যবসায়ী সহ অর্থ আত্মসাতের মামলায় এক জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১১/০৯/২৫ তারিখে অর্থ আত্মসাতের মামলায় আটক অভিযুক্ত মো: রানা আহমেদ(২৯) এবং জনগনের সহায়তায় মাদকসহ আটক পেশাদার মাদক ব্যবসায়ী অভিযুক্ত মো: তরিকুল ইসলাম(৫২), মোসা: সীমা বেগম(৩৭), মোঃ শিহাব আলী(২০), মোছা: রানু বেগম(৫৫) ও মোঃ হোসেন আলী(৪০) কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং সকল আসামিদের যথাযথ নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।