সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় তিনজন কে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বাঘা থানা পুলিশ।
আটককৃতরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিকের আবির হোসেন ছলিম (৪৫),দীঘা হাজিপাড়া গ্রামের রমু আলীর ছেলে মোঃ রুবেল(২৭) ও পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে মোঃ তছিকুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ৭ জুলাই বাঘা থানা পুলিশের অভিযান টীম বাঘা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিয়মিত চুরি মামলার আসামী মোঃ আবির হোসেন ছলিম (৪৫), ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ তছিকুল ইসলাম এবং মোঃ রুবেল(২৭) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, তাদেরকে অদ্য ইং-০৯/০৭/২৫ তারিখ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।