সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় থানা পুলিশের অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। গত বুধবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুই জন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো:- মোসাঃ বিউটি বেগম(৫০), স্বামী- মোঃ ছারেত, সাং- কলিগ্রাম, মো: বায়োজদ বোস্তামী(১৯), পিতা- মো: শফিউল আলম, সাং- জোত কাদিরপুর, মোঃ সোহানুর রহমান(২৮), পিতা- মো: দিদার হোসেন, সাং- আমোদপুর এবং মোঃ শান্ত নূর (১৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ধন্দহ (সরকারপাড়া) উভয়ই বাঘা উপজেলার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গত ইং- ০২/০৭/২৫ তারিখ বাঘা থানা পুলিশ বাঘা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী- মোসাঃ বিউটি বেগম(৫০), স্বামী- মোঃ ছারেত, সাং- কলিগ্রাম কে ০৩ বোতল ফেন্সিডিলসহ, মো: বায়োজদ বোস্তামী(১৯), পিতা- মো: শফিউল আলম, সাং- জোত কাদিরপুর কে ৫৫ পিছ ইয়াবা সহ, ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোঃ সোহানুর রহমান(২৮), পিতা- মো: দিদার হোসেন, সাং- আমোদপুরকে ওয়ারেন্ট মুলে এবং বলৎকারের ঘটনায় জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু এবং মোঃ শান্ত নূর (১৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ধন্দহ (সরকারপাড়া) কে নিয়মিত মামলায় আটক করে থানায় নিয়ে আসা হয়। উভয়ের থানা-বাঘা, জেলা-রাজশাহী।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আটককৃত আসামীদের ০৩/০৭/২৫ তারিখে নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।