রাজশাহীর বাঘায় অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুর দুইটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অর্থদন্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন বাঘা পৌরসভা'র নারায়ণপুর গ্রামের লায়েবুদ্দিন এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন তার মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেনের লিজকৃত জমি উপজেলার পাকুড়িয়া ইউপির বলরামপুর গ্রামের হাববর হোসেনের আম বাগান কেটে জমিতে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাজিম উদ্দিন কে ৫০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। এ ছাড়া এস্কেভেটর মেশিনের দুইটি ব্যাটারি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী