আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার হাট মাধনাগর বাজারে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল -২৫) সকাল সাড়ে দশ টার সময় উপজেলা হাট মাধনাগর বাজারে চাকুরীজিবী ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের উদ্যোগে গ্রাম বাসীকে নিয়ে এ র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
বাজারের পোস্ট অফিসের সামনে থেকে র্যালী বের হয়ে বাজারের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পোস্ট অফিসের সামনে ও ঢাকের মোড়ে পথসভায় বক্তব্য রাখেন, আর এস এম এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বগুড়া সিনিয়র অফিসার ও কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রহমান। বাংলাদেশ পুলিশ পিবিআই বগুড়া সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম। এম এম সেবা ফাউন্ডেশন বগুড়ার পরিচালক কলিম উদ্দিন। বাংলাদেশ পুলিশ ডিএসবি ভোলাহাট সাব – ইন্সপেক্টর নজরুল ইসলাম কাজী।
এনামুল হক, আব্দুর রশিদ আর এফ এল এর রাজশাহী জোনাল ম্যানেজার আঃ বারী। রহিদুল ইসলাম নওশাদ আলীসহ হাট মাধনগর চাকুরীজীবী প্রবাসী সংগঠনের সকল সাধারণ সদস্যবৃন্দ হাট মাধনগর গ্রামের জনসাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহ সকল নেতা কর্মী বাংলাদেশ জামাতে ইসলামের নরদাশ ইউনিয়নের সহ সভাপতি ও জামাতের নেতা কর্মী সহ সকল দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।