আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা মচমইল বাজারে তুহিন হোমিও ফার্মেসিতে হোমিওপ্যাথি ওষুধ বিক্রিয়ের আড়ালে শতকরা ৯০% অ্যালকোহল যুক্ত বিপুল পরিমাণ অবৈধ প্রাণঘাতী মাদকদ্রব্য সহ- মকবুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে ৩০০ বোতল অ্যালকোহল (স্পিরিট) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১জুলাই-২৫) দিবাগত রাত দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর উৎপল কুমার সঙ্গী ফোর্স নিয়ে মচমইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন (৪৭) সে বাগমারা থানার মচমইল গ্রামের মৃত খোদা বক্স আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন দীর্ঘদিন ধরে মচমইল বাজারে তার তুহিন হোমিও ফার্মেসি হলে হোমিওপ্যাথি ওষুধ বিক্রয়ের আড়ালে অধিক লাভের আশায় বিপুল পরিমাণ অ্যালকোহল (স্পিরিট) বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। বিক্রয় করছে এসময় মকবুর হোসনের কাছে ৩০০ বোতল অ্যালকোহল (স্পিরিট)-সহ তাকে গ্রেফতার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।
এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে। গ্রেফতার মকবুল হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে অধিক লাভবানের আশায় বাগমারা উপজেলায় বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মকবুল হোসেনের বিরুদ্ধে বাগামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।