আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শিমলা বাজারে রাষ্ট কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণসহ শিমলা বাজারের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণকালে সোনাডাঙ্গা ইউনিয়নের সিমলা বাজারে বিএনপি নেতা কর্মীদের ঢল নামে। এই সময় রাজশাহী-৫৫, বাগমারা -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে শিমলা বাজারের এলাকা প্রদক্ষিণ করে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন।
পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলাব পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিএনপি আহবায়ক ডি এম জিয়াউর রহমান জিয়া। এই সময় তিনি বক্তব্য রাখেন ধর্ম যার যার দেশের অধিকার সমান সবার। উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি মোঃ আবুল কালাম- আজাদ, বাগমারা উপজেলার তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা জিসাস সভাপতি আব্দুল জলিল, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা বাদশা,
বাগমারা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামসুদ্দিন কারিগর, আউচপাড়া ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দল সাধারণ সম্পাদক মোঃ সাজ, বাগমারা কৃষক দল সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনি,,সহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে সোনাডাঙ্গা ইউনিয়নের বিল শনি সার্বজনীনয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।