আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় খেলাটি হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খেলার যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন, রাজশাহী জেলা দল বনাম বাগমারা উপজেলা দল।খেলাটির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন আউচপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি মাস্টার সাজু,, আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম শাফি,
এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা বিএনপি’র যুগ্ন আহবায়ক সিদ্দিক,, সাধারণ সম্পাদক শহীদ জিয়ার প্রজন্ম দল বাগমারা,, নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম,, ১ নং ওয়ার্ড সভাপতি বিএনপি’র আবুল কালাম আজাদ,, জিয়া প্রজন্ম দলের সভাপতি ২- নং নরদাশ ইউনিয়ন বিএনপি ওয়াসীম আকরাম,, আউচপাড়া ইউনিয়ন তারেক জিয়ার পর্যন্ত দলের সেক্রেটারি আলম,, যুবদলের সহ-সভাপতি শহীদ,, ও জেকের,, নরদাশ ডিগ্রী কলেজের প্রভাষক আজহার আলী,,তারেক জিয়ার প্রজন্ম দলের প্রচার সম্পাদক রাসেল,, ৪ নং ওয়ার্ড সভাপতি সেকেন্দার, শহীদ জিয়ার প্রজন্ম দলের সভাপতি আউচপাড়া শাহিন,, হাসানুর জামান ওয়ার্ড সভাপতি ,, আউচপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্নু সাধারণ সম্পাদক শামসুল আলম ও মানিক প্রমুখ।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল জলিল,, সহকারী সবুজ ও বাবুল । এবং ধারা বিবরনীতে ছিলেন, সিরাজুল মাস্টার ও সিদ্দিক। খেলায় রাজশাহী-৩, বাগমারা ৪- ১ গোলে জয়লাভ করেন।