মুকুল হোসেন
বিশেষ প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছ। মঙ্গলবার মহাঅষ্টমীর দিন সকাল ১০ টায় ধামিন কামনগর বাসন্তী মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবক সমরেশ কুমার সরকারের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুই শতাধিক দুস্থ শিশু ও নারী-পুরুষের হাতে উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, টি-শার্ট তুলে দেয়া হয়।
বস্ত্র বিতরণ পূর্ব সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক অজিত কুমার প্রামানিক, সদস্য কুমারেশ সরকার, সুজীত সরকার, পল্লব সরকার প্রমুখ।
সমরেশ কুমার সরকার দীর্ঘদিন থেকে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে সহযোগিতা নিয়ে গরীব, দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা করে চলেছেন। সমরেশ কুমার সরকার অসহায় মানুষের অভিভাবক হিসেবে কাজ করছেন।
এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে বস্ত্র বিতরণ করা হয়েছে তারা হলো বিপুল বর্মন, অস্ট্রেলিয়া বিবেকানন্দ এসোসিয়েশন, প্রিয়াংকা দাস,তপন নাগ,স্বপন ধর,সত্যজিৎ দে,রাজু দত্ত,টুম্পা দে, দেবযানী দাশগুপ্ত, তাপস দে, মনোতোষ দে,সনাতনী বন্ধন ৯১ ফাউন্ডেশনের, চিনো দে, বিদ্যুৎ ভৌমিক।