রাজু আহমেদ স্টাফ রিপোর্ট
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘ (০৮)বছর সুনামের সাথে দায়িত্ব্য পালন করে শনিবার(০৪)জানুয়ারী তার চাকুরী জীবনের সমাপ্তি ঘোষনা করেন।
এ ব্যপারে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, আমার প্রথম চাকুরী জীবনের অধিকাংশ সময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি।
দায়িত্ব পালন করতে গিয়ে ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক,দপ্তরী কাম প্রহরী,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি,শিক্ষার্থী,অভিভাবক বৃন্দের সাথে সরাসরি কাজ করেছি।
সকল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও দপ্তরী কাম প্রহরীদের সহযোগিতায় উপবৃত্তি, বই বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। শিক্ষকদের মধ্যে যে ঐক্য লক্ষ্য করেছি তা প্রশংসনীয় এবং তা আমার কাজকে আরো সহজ করেছে।আজ আমার প্রিয় নরদাশ ক্লাস্টার থেকে বিদায় নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছি। সকলের ভালবাসা, আন্তরিকতা আগামী দিনে আরো ভালো কাজ করার শক্তি যুগিয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,নরদাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নিতাই চন্দ্র মন্ডল,সোনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,নানসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ ক্লাস্টারের সকল দপ্তরী কাম প্রহরী ও এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী